৯-১ গোলের বিশাল জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল বাঘিনীরা। উইমেন’স সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তানের নারীরা। প্রথমার্ধেই ৬ গোল দেয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে দেয় আরও ৩ গোল। ৯ গোল দেয়া বাংলাদেশের জালে মাত্র একবার বল জড়ায় পাকিস্তান। ৯-১ গোলের বিশাল জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল বাঘিনীরা। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে সাবিনা খাতুন বাহিনী। ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ভারত। যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শুক্রবার (২৩ জানুয়ারি) একাই বাংলাদেশের হয়ে চার গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। দুইটি গোল পেয়েছেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। বাকি গোলটি করেন নিলুফা ইয়াসমিন নীলা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে নেপাল (৩-০) ও শ্রীলঙ্কার বিপক্ষে পায় বড় জয়।
রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার (২৫ জানুয়ারি) মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সাত দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।
(স্পোর্টস ডেক্স)






