কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে আগামি ২৭ জুন রবিবার ২০২১ইং সকাল ০৯.০০ থেকে ১১.০০ পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে সম্মেলন এবং সকাল ১১.০০ থেকে ০১.০০ পর্যন্ত “ভোক্তা অধিকার শক্তিশালীকরন”শীর্ষক অনলাইন সেমিনারের আয়োজন করা হয়েছে।
বানিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সি, এমপি সেমিনারে প্রধান অতিথি হিসাবে যুক্ত হতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বানিজ্য সচিব তপন কান্তি ঘোষ, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা-পরিচালক বাবলু কুমার সাহা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুল কাইয়ুম সরকার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা-পরিচালক ডাঃ শেখ আজিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে সেমিনারে যুক্ত হবেন। ডেফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। ক্যাব এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুইয়া উক্ত অনলাইন সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন। ধন্যবাদ জ্ঞাপন করবেন ক্যাব এর সহ-সভাপতি এস এম নাজের হোসাইন।এতে সভাপতিত্ব করবেন ক্যাব এর সভাপতি গোলাম রহমান। এই অনলাইন অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক দেশের সকল ক্যাব সদস্য ও আগ্রহী ভোক্তা সাধারণ নিচের লিংকের মাধ্যমে সরাসরি যুক্ত হতে পারবেন।
Join Zoom Meeting https://us02web.zoom.us/j/86159068151 Meeting ID: 861 5906 8151