22.4 C
Rangpur City
Thursday, January 16, 2025
Google search engine
Homeশিক্ষা১৭জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

১৭জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

আগামী ১৭ জানুয়ারি,২০২৫,শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১ ঘণ্টার এ পরীক্ষা দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা।

এ বছর মোট ১ লাখ ৩৫ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে। কোটাসহ মেডিকেলে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে প্রতি আসনের জন্য ২৫ জন (২৫ দশমিক ১৪) পরীক্ষার্থী প্রতিযোগিতা করবেন।

গত বছর (২০২৩-২৪ শিক্ষাবর্ষে) একই আসনের বিপরীতে ১ লাখ ৪ হাজার ৪৪ শিক্ষার্থী মেডিকেল কলেজগুলোয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। সে হিসাবে ওই বছর আসনপ্রতি ১৯ দশমিক ৩৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এ বছর আসনপ্রতি প্রতিদ্বন্দ্বী পরীক্ষার্থী বেড়েছে ছয়জন।

দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ আছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। আর ভালো কলেজে ভর্তি হন তালিকার ওপরে থাকা শিক্ষার্থীরা।

পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার আগেই কেন্দ্রে প্রবেশ করাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে মোট নম্বর ১০০।
লিখিত পরীক্ষা এইচএসসি সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন-জীববিজ্ঞান: ৩০, রসায়ন: ২৫
পদার্থবিজ্ঞান: ২০,ইংরেজি: ১৫, সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি): ১০

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্ত শিক্ষার্থীরা দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস বা সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হবেন।
(শিক্ষা ডেস্ক

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য