18.7 C
Rangpur City
Thursday, December 18, 2025
Google search engine
Homeরাজনীতি১২টার দিকে ঢাকায় আসছেন তারেক রহমান

১২টার দিকে ঢাকায় আসছেন তারেক রহমান

২৫ ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিরাপত্তা ও অভ্যর্থনার প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত তারেক রহমানের যাত্রাপথ যেন নির্বিঘ্ন হয়, সে বিষয়েও সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরার অভ্যর্থনা হবে ঐতিহাসিক। মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত ১০০ প্রার্থীর সাথে আজও মতবিনিময় করছে বিএনপি। (নিউজ ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য