24.5 C
Rangpur City
Friday, September 19, 2025
Google search engine
Homeখেলাধুলাহ্যান্ডবলে ভারতকে পরাজিত করে বাংলাদেশের জয় লাভ

হ্যান্ডবলে ভারতকে পরাজিত করে বাংলাদেশের জয় লাভ

কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর আজ টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল বাংলাদেশ দল।

প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল থেকে, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও ৬ দলের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে স্বাগতিক মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ প্রথমদিনই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে ৫৩-২৭ ব্যবধানের জয় তুলে নেয়।

কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে মালদ্বীপের কুলহুধুফুশিতে।

শুক্রবার ভারতের মুখোমুখি হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। দুই সেট শেষে ড্র হওয়ার পর টাইব্রেকারে তারা ৭-৩ ব্যবধানে জয় তুলে নেয়।

প্রথম ম্যাচে অসাধারণ নৈপুণ্য ছিল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মো. খোকন মোল্লার। ফলস্বরূপ ম্যাচসেরার পুরস্কারও জিতেন তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচেও দারুণ খেলেছেন এই খেলোয়াড়। এবারও ম্যাচসেরা তিনি। বিজিবি ফেসবুকে এই তথ্য জানিয়েছে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য