ইউনুছ কবির
১৫ জুলাই ২০২১( বৃহস্পতিবার), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয় এবং ক্যাব রংপুরের যৌথ অভিযান চালানো পরিচালিত হয় কাউনিয়া উপজেলার হারাগাছ মেট্রো থানা (আর পি এম পি) এলাকায়। বেলা আনুমানিক বারোটার দিকে অভিযান শুরু হয়ে দুইটার দিকে শেষ হয়।
এ সময় ডাম্পিং বক্স না থাকায় ৪৫ ধারা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ ডিসপ্লেতে সংরক্ষণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে ঔষধ রাখার দায়ে ৫১ও ৩৭ ধারায় চারটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
এই অভিযান শেষে বাজার অভিযান টিম, বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে হারাগাছ কাঁচা বাজার এলাকার বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং হ্যান্ড মাইক এর সাহায্যে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিধান করে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য অনুরোধ করেন।
এই অভিযান টিম এর নেতৃত্বদেন আফসানা পারভীন, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়। সহযোগিতায় ছিলেন, মোঃ আহসান উল হক তুহিন, সেক্রেটারি, ক্যাব রংপুর এবং হারাগাছ মেট্রোপলিটন থানা পুলিশ।
বাজার পরিস্থিত স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান,টিমের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।।