রংপুর জেলা প্রতিনিধি-
রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় যত্রতত্র ঝুঁকিপূর্ণ পরিবেশে গড়ে উঠেছে অসংখ্য মশার কয়েল কারখানা। এগুলোর সবগুলোই পরিবেশ অধিদপ্তরের লাল তালিকা ভুক্ত।
সরেজমিনে দেখা যায় ঐ সমস্ত কারখানা গুলো এক সময় তামাকজাত পণ্যের গুদাম ছিল। পরবর্তী কালে তামাক শিল্পের অবস্থা পড়ে যেতে থাকলে, গুদাম গুলো সংস্কার করে বিভিন্ন নামে মশা মারার কয়েল কারখানায় পরিবর্তিত করা হয়।
খোঁজ নিয়ে জানা যায় যে,ঐ সমস্ত কারখানায় গড়ে নারী, পুরুষ মিলে অন্তত ৩০ থেকে ৪০ জন শ্রমিক প্রত্যক্ষ এবং কমপক্ষে আরও ২০ থেকে ৩০ জন করে পরোক্ষভাবে জড়িত।
৭ নভেম্বর,২০২২,সোমবার বিকেলে কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় এরকম একটি কারখানা,”কাজল এ্যাকশন মশার কয়েল কারখানা” অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন। অভিযান চলাকালে স্বাস্থ্য সুরক্ষা ব্যতীত শ্রমিকদের কার্যক্রম ধরা পড়ে।
সে সময় পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই সনদ সহ বিভিন্ন কাগজপত্র না থাকায় এ কারখানার মালিক কে প্রাথমিক সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ৬০০০ টাকা তাৎক্ষণিক জরিমানা করেন তিনি। এবং অতিসত্ত্বর প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ সংশোধনের জন্য বলেন। পরে মেনাজ বাজার এলাকায় “স্মৃতি হোটেল”এ ঐ একই ধারায় ৩০০০ টাকা জরিমানা করেন তিনি।
উপস্থিত জনসাধারণের সাথে কথা বললে,তারা ঐ ধরনের কয়েল কারখানার মতো প্রতিষ্ঠান গুলো বস্তির বাইরে স্থাপন করতে পৌর মেয়র এর কাছে দাবি জানান।