28.9 C
Rangpur City
Tuesday, April 22, 2025
Google search engine
Homeখেলাধুলাসুয়ারেজের রহস্যময় বার্তা,মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে!

সুয়ারেজের রহস্যময় বার্তা,মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে!

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ মাঠের বাইরেও গভীর বন্ধুত্বে বাঁধা ইন্টার মায়ামির এই দুই সুপারস্টার।আর এবার সেই বন্ধুত্ব থেকেই উঠে এসেছে এক রহস্যময় তথ্য, যা ঘিরে রীতিমতো উন্মাদনায় ভাসছে আর্জেন্টাইন ফুটবলপ্রেমীরা।

উরুগুয়ের প্রভাবশালী গণমাধ্যম ওভাসিয়নকে দেয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ জানান- মেসির সঙ্গে প্রায়ই অবসর ও বিশ্বকাপ নিয়ে মজা-মাস্তিতে কথা হয়। কিন্তু সেই আড্ডার মাঝেই ইঙ্গিত দিয়েছেন এক চমকপ্রদ পরিকল্পনার মেসি নাকি ২০২৬ বিশ্বকাপ খেলতে চান! গোলডটকম

সুয়ারেজ বলেন, ও (মেসি) আসলে বিশ্বকাপে খেলতে চায়। পরের বছরের বিশ্বকাপটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তবে সরাসরি কিছু না জানিয়ে তিনি বলেন-আমি তাকে এটা নিয়ে জিজ্ঞেস করি না। সময়ই সব জানাবে। ওকে আমি খুব ভালো করে চিনি। কে জানে, হয়তো চুপিচুপি কিছু ভেবেই রেখেছে লিও।
এদিকে নিজের বিষয়ে সুয়ারেজ নিশ্চিত করে জানিয়েছেন, তিনি আর বিশ্বকাপে খেলবেন না। তিনি বলেন, এবার আমি বিশ্বকাপ উপভোগ করব একজন উরুগুইয়ান, বাবা আর দর্শক হিসেবে।

২০২৪ কোপা আমেরিকার পর জাতীয় দল থেকে অবসর নেন সুয়ারেজ। কোচ মার্সেলো বিয়েলসার সঙ্গে দ্বন্দ্ব এবং বিভিন্ন বিতর্কের মাঝে শেষ হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

বর্তমানে ইন্টার মায়ামির হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলছেন দুই বন্ধু। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি, যেখানে তাদের সামনে রয়েছে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের চ্যালেঞ্জ।

এমএলএসেও মায়ামির পারফরম্যান্স প্রশংসনীয়। শেষ ম্যাচে গোলশূন্য ড্র করলেও শীর্ষ দল কলম্বাস ক্রুর থেকে তারা মাত্র তিন পয়েন্ট পিছিয়ে।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ অবশ্য অপেক্ষা করছে বছরের শেষ দিকে ক্লাব বিশ্বকাপে। যেখানে গ্রুপ ‘এ’-তে তাদের প্রতিপক্ষ ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও মিশরের আল-আহলি।

এখন প্রশ্ন একটাই ২০২৬ সালে আরেকবার মেসির জাদু দেখতে পারবে কি ফুটবলবিশ্ব?(স্পোর্টসডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য