33.6 C
Rangpur City
Sunday, April 20, 2025
Google search engine
Homeখেলাধুলাসিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের কোচ যা জানালেন

সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের কোচ যা জানালেন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে। তবে সিরিজ শুরুর আগে দলের প্রধান কোচ ফিল সিমন্স স্পষ্ট করেছেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিশেষভাবে স্পিন উইকেট তৈরির কোনো পরিকল্পনা নেই তাদের। বরং ভালো ‘ক্রিকেটীয়’ উইকেটে খেলেই জয়ের ধারা ধরে রাখার পাশাপাশি দলের সামগ্রিক উন্নতিতে মনোযোগ দিতে চায় বাংলাদেশ।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে শেষ টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মূলত স্পিনাররাই (তাইজুল ইসলাম ও নাঈম হাসান)। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও কোচ ফিল সিমন্স এবারের সিরিজে ভিন্ন পথে হাঁটার ইঙ্গিত দিলেন। উইকেট প্রসঙ্গে বাংলাদেশ দলের হেড কোচ সিমন্স বলেন,‘আমাদের পরিকল্পনা হলো ভালো উইকেট বানানো এবং টেস্ট দলকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাই সেভাবেই খেলার চেষ্টা করা। আমার মনে হয় না জিম্বাবুয়ের জন্য আমাদের স্পিনবান্ধব উইকেট বানানোর প্রয়োজন আছে। আমরা ভালো উইকেটে খেলেই ম্যাচ জিততে চাই।’ তিনি আরও জানান,‘উইকেট দেখে তার শক্ত এবং ভালো মনে হয়েছে এবং স্পিন বা পেস নির্দিষ্ট উইকেট নিয়ে কোনো আলোচনা হয়নি।’

গত বছরের নভেম্বর-ডিসেম্বরের পর এটাই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ। দীর্ঘ বিরতির পর ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটের আবহে ফেরাতে ১৩ এপ্রিল থেকে সিলেটে অনুশীলন ক্যাম্প চলছে। সিলেটে ক্যাম্পের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সিমন্স। তিনি বলেন,‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। এখানকার সুযোগ-সুবিধা অনেকটা স্বপ্নের মতো। হোটেলের কাছাকাছি সব ব্যবস্থা থাকায় অল্প সময়ে অনেক কাজ করার সুযোগ পাচ্ছি আমরা।’

সিরিজের লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে টাইগার কোচ সিমন্স জানান,এখনই হোয়াইটওয়াশ নিয়ে ভাবছেন না। তার মূল লক্ষ্য ধাপে ধাপে এগোনো। ‘আমরা একটা ধাপ করে এগোতে চাই। এখানে (সিলেটে) আমাদের একটা টেস্ট আছে,এটা জিততে চাই। প্রথম টেস্ট জিততে হবে,এমনকি প্রথম দিনটাও ভালো খেলতে হবে। আপাতত চট্টগ্রামের কথা মাথায় আনতে চাই না’- বললেন বাংলাদেশ কোচ।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য