সাজেদুল করিম
সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনের সময় সচিবালয়ে আটকে রেখে হেনস্থা, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের উদ্যোগে সকাল ১১ টায় রংপুর প্রেস ক্লাব চত্ত্বরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ গ্রহণ করেন রংপুরে কর্মরত সকল গণ মাধ্যম কর্মী, বিভিন্ন ইলকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও বাসদ,রংপুর জেলা শাখা। টিসিএ’র সভাপতি জনাব,শাহ্ নেওয়াজ জনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সন্মানিত সাংবাদিক নেতাকর্মীগণ। রংপুরের সাংবাদিক মহল অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির ও সেই সাথে হেনস্থা,নির্যাতন ও মিথ্যা মামলা দায়েরকারীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর টিসিএ’র মানববন্ধন সমাবেশ
RELATED ARTICLES