নিজস্ব প্রতিনিধি
সত্যের কন্ঠ ২৪ এ খবর প্রকাশের পরপরই বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক তুহিন চৌধুরী অসহায় পরিবারের পাশে খাদ্য ও সার্বিক সহযোগিতা পৌঁছে দেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় অভাব অনটনে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে আজিজুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধ ইদুঁর মারা গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। গতকাল সোমবার ২১ জুন রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আজম খা গ্রামে এই ঘটনা ঘটে। আজিজুল ওই গ্রামের মৃত কমির উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, দীর্ঘ দিন অভাব অনটনে দিন কাটছিল দিনমজুর আজিজুল ইসলামের। রবিবার রাতে তিনি বাজার থেকে বাড়ি ফিরে পরিবারের লোকজনের অজান্তে ইদুঁর মারা গ্যাসের ট্যাবলেট (বিষ) খেয়ে ঘুমিয়ে পড়েন। পরিবারের লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে হাসপাতালেই তিনি মারা যান।
সত্যের কন্ঠ ২৪ এ উক্ত খবর প্রকাশের পরপরই তুহীন চৌধুরী নিহতের পরিবারের খোঁজ খবর নেন। এবং ভুক্তভোগী পরিবারের জন্য চাল-ডাল -কাপড় পৌছে দেন। পাশাপাশি যে কোন প্রয়োজনে সহায়তা আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য যে, কাউনিয়া এবং পীরগাছা উপজেলার বিভিন্ন গ্রামে নানা দুর্যোগ এবং দুঃসময়ে তুহিন চৌধুরি এভাবেই সবার আগে সার্বিক সহযোগিতা নিয়ে দুস্থদের পাশে ছুটে যাবার চেষ্টা করেন। তিনি রংপুরের বিভিন্ন এলাকায় সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকান্ডে উৎসাহ ও সার্বিক সহযোগিতা করে থাকেন।