31.7 C
Rangpur City
Saturday, March 15, 2025
Google search engine
Homeখেলাধুলাশেষ ষোলোর প্লে-অফের ড্র, চ্যাম্পিয়নস লিগের

শেষ ষোলোর প্লে-অফের ড্র, চ্যাম্পিয়নস লিগের

অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্লে-অফের ড্র । টানা চতুর্থ মৌসুমে নকআউট পর্বে এই দুই দলের লড়াই হবে
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের, সর্বশেষ মৌসুমে কোয়ার্টার ফাইনালে সিটিকে হারিয়েছিল রিয়াল।

শেষ ষোলোতে সরাসরি যোগ দিয়েছে শীর্ষ আট দল- লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাথলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিল ও অ্যাস্টন ভিলা। বাকি আট দল নির্ধারণ হবে প্লে-অফের মাধ্যমে, যেখানে মুখোমুখি হচ্ছে ৯ থেকে ২৪ নম্বর স্থান অধিকারী দলগুলো।

ড্র অনুযায়ী প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াইগুলো হলো-
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ বনাম সেল্টিক, পিএসজি বনাম ব্রেস্ত, জুভেন্টাস বনাম পিএসভি, এসি মিলান বনাম ফেইনুর্দ, আটালান্টা বনাম ক্লাব ব্রুগা ও স্পোর্টি লিসবন বনাম ডর্টমুন্ড।

এই প্লে-অফ ম্যাচগুলো আগামী মাসে অনুষ্ঠিত হবে, যেখানে বিজয়ী দলগুলো শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে। ফুটবল ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে আরেকটি রোমাঞ্চকর চ্যাম্পিয়নস লিগ মৌসুম।

নিয়মানুযায়ী, ২২তম স্থানে থাকা ম্যানচেস্টার সিটি জানত তাদের প্রতিপক্ষ হবে ১১তম রিয়াল বা ১২তম বায়ার্নের মধ্যে একটি। ড্রয়ে সিটি পেয়েছে রিয়ালকে, অন্যদিকে বায়ার্নের প্রতিপক্ষ সেল্টিক।
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য