নিজস্ব প্রতিনিধি –
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুর সহ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ (শনিবার)২৭ এপ্রিল,২০২৪ অনুষ্ঠিত হলো।
সারা দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। একই দিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
জানা যায় যে,গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) সহ সাতটি কেন্দ্রে ৩১,৯৪৬ জন পরীক্ষার্থী।
রংপুরে ৭টি কেন্দ্রে ৩১৯৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ‘ক’ ইউনিটে ১৬,২২৮ জন, ‘খ’ ইউনিটে ১৩,১৬৯ জন এবং ‘গ’ ইউনিটে ২,১৫০ জন পরীক্ষার্থী এবারের ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করছেন।
এ বছর গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ০৩ মে,২০২৪,শুক্রবার ইউনিট ‘বি’ (মানবিক) এবং ১০ মে,২০২৪,শুক্রবার ইউনিট ‘সি'(বাণিজ্য) সারাদেশে ২২টি কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ গ্রহন করবেন মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী।