28.8 C
Rangpur City
Saturday, August 9, 2025
Google search engine
Homeখেলাধুলাশুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর

শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর

ক্রিকেটারদের আগ্রহ ও দর্শকদের ইতিবাচক সাড়া পেয়ে এবার দ্বিতীয় আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের।

প্রস্তুতি চলছে জোরেসোরে। এবারো উত্তেজনাপূর্ণ ম্যাচ আর প্রতিভাবান ক্রিকেটারদের পারফরম্যান্সে জমে উঠবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। এমনটাই ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা।

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বৃহস্পতিবার (৭ আগস্ট) জানিয়েছেন, এবার তিনটি ভেন্যুতে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

আকরাম খান বলেন, ‘এটা নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে। কারণ, ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। একই জায়গায় দুটা মাঠ দরকার। অনেক চিন্তা-ভাবনা করে আমরা এখন বগুড়া, রাজশাহী এবং সিলেট—এই তিনটা জায়গায় করার কথা ভাবছি। এটাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

এ ছাড়া দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে দিবা-রাত্রির ম্যাচ। সিলেট ভেন্যুতে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আলোঝলমলে সন্ধ্যায়।

আকরাম আরো জানান, ‘ওদের তো বিপিএল নিয়ে অনেক চাহিদা আছে, ওরা সবসময় বলে। আমরা চেষ্টা করেছি ক্রিকেটটা যেন সারা বাংলাদেশে হয়, ভালো জায়গায় হয়। বগুড়ায় অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। রাজশাহীতে প্রচুর ক্রিকেট সমর্থক আছে। সিলেটে আমাদের দিবা-রাত্রির একটা পরিকল্পনা আছে। সেমিফাইনাল ও ফাইনাল হয়তো আমরা দিবা-রাত্রির করব, সেটার জন্যই সিলেটে আমরা পরিকল্পনা করেছি।’
(স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য