31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরশিশু আইন ২০১৩ এর দুই দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত"

শিশু আইন ২০১৩ এর দুই দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত”

ডেক্স নিউজ
শুক্রবার ১৮ আগস্ট ২০২৩ সকাল ৯টায় হোটেল নর্থ ভিউ, রংপুর এর সম্মেলন কক্ষে বিচার বিভাগ, পুলিশ বিভাগ, এবং জেলা সমাজসেবা কার্যালয়, রংপুর ও স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অব জুডিসিয়াল সিস্টেম ফর চাইল্ড প্রটেকশন ইন বাংলাদেশ প্রকল্প, আইন ও বিচার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে “শিশু আইন ২০১৩ এর সমন্বিত ও কার্যকরী বাস্তবায়ন” শীর্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষনের আজ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো: শহীদুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, রংপুর, জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর; জনাব মো: আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), মেট্রোপলিটন পুলিশ; জনাব মো: আব্দুল মতিন, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, রংপুর, প্রশিক্ষণের প্রশিক্ষকবৃন্দ জনাব মো: আবু শামীম আজাদ, বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, নওগাঁ; জনাব শাবনাজ জাহেরীন, চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট, চাইল্ড প্রোটেকশন সেকশন, ইউনিসেফ বাংলাদেশ; জনাব মো: শহীদুল ইসলাম, প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত বিজ্ঞ বিচারকবৃন্দ, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাগণ, অত্র জেলায় কর্মরত প্রবেশণ কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বাংলাদেশ সরকার ২০১৩ সালে শিশু আইন প্রণয়ন করে । আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু ও সুবিধাবঞ্চিত শিশুর যত্ন, পরিচর্যা ও সুরক্ষার নিশ্চয়তা বিধান করা এই আইনের মূল উদ্দেশ্য। এই আইনের প্রাসঙ্গিক ব্যক্তিবর্গ হচ্ছেন বিজ্ঞ বিচারক, শিশু আদালত, প্রবেশন কর্মকর্তা,
শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য