27.8 C
Rangpur City
Sunday, September 7, 2025
Google search engine
Homeখেলাধুলালিওনেল মেসি'র পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক!

লিওনেল মেসি’র পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক!

জাতীয় দলের হয়ে ঘরের মাঠে শেষবারের মতো খেললেন লিওনেল মেসি বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে। সামনে কতদিন তিনি আর্জেন্টিনার হয়ে খেলবেন, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তার বিদায়ের দিন যে খুব দূরে নয়, তা বেশ পরিষ্কার। এ কারণে এখন থেকেই উঠছে প্রশ্ন মেসির পর কার হাতে উঠবে আর্জেন্টিনার অধিনায়কত্বের আর্মব্যান্ড?

আর্জেন্টিনার জনপ্রিয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসির উত্তরসূরি হিসেবে চারজন খেলোয়াড়ের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে, ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ এবং নিকোলাস তালিয়াফিকো।

বর্তমান দলে মেসির পাশাপাশি অধিনায়ক হিসেবে ভরসা ছিলেন নিকোলাস ওটামেন্ডি ও ক্রিশ্চিয়ান রোমেরো। তবে মেসির মতো ওটামেন্ডিও জানিয়েছেন, তিনি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। অর্থাৎ খুব শিগগিরই তিনি দল থেকে সরে দাঁড়াবেন।

অন্যদিকে, ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো এখন দলে অন্যতম সেরা খেলোয়াড়। ২৭ বছর বয়সী এই ফুটবলার জুনে চিলির বিপক্ষে জয়ী ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন। এতে তার নেতৃত্বের যোগ্যতার প্রমাণ মিলেছে।

একইসঙ্গে, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও সম্ভাব্য প্রার্থী। অ্যাস্টন ভিলার হয়ে তিনি একাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এবং মাঠে তার উপস্থিতি ও আচরণে স্পষ্ট হয় নেতাসুলভ গুণাবলী।

অন্যদিকে, ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজও শক্তিশালী দাবিদার। আর্জেন্টিনার অন্যতম মূল খেলোয়াড় হিসেবে তার অভিজ্ঞতা ও অবদান তাকে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে রাখছে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য