27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইললালন-সম্রাজ্ঞী শিল্পী ফরিদা পারভীন এখন কেমন আছেন?

লালন-সম্রাজ্ঞী শিল্পী ফরিদা পারভীন এখন কেমন আছেন?

দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন লালন-সম্রাজ্ঞী লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এরপর থেকেই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তারপর থেকেই উদ্বিগ্ন ভক্তরা। তার সবশেষ শারীরিক অবস্থা জানালেন গায়িকার মেয়ে জিহান ফারিহা।

সংবাদমাধ্যমকে জিহান ফারিহা বলেন-আম্মুর কিডনির সমস্যা বহু আগে থেকে। এর মধ্যে জ্বর ও নিউমোনিয়া হয়েছিল। হাসপাতালে ভর্তির সময় বাড়তি সতর্কতার জন্য আইসিইউতে নেওয়া হয়েছিল।

আপাতত তেমন কোনো জটিলতা নাই। এখন তিনি স্ট্যাবল। এর আগে, ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন ফরিদা পারভীন। সে সময়ও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

শিল্পী ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন।

১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। তিনি সিনেমার গানের জন্য ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। (বিনোদন ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য