28.9 C
Rangpur City
Monday, April 21, 2025
Google search engine
Homeখেলাধুলারিয়াল মাদ্রিদ-বার্সেলোনা রাতে মুখোমুখি হচ্ছে

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা রাতে মুখোমুখি হচ্ছে

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে । এবার রিয়াল মাদ্রিদ থেকে এগিয়ে থাকার লক্ষ্যেই মাঠে নামবে কাতালান জায়ান্টরা। বিপরীতে লা লিগার চ্যাম্পিয়নদের লক্ষ্য থাকবে শিরোপার দৌড়ে বার্সার সমানে সমান হওয়ার।

রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টায় সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

চলতি মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সোলোনার কাছে ৪-০ গোলের ব্যবধানে হারে রিয়াল। তাই তো আজকের ম্যাচটি হবে বার্সেলানার ধারাবাহিকতা ধরে রাখা আর রিয়ালের প্রতিশোধ নেয়ার।

এই পর্যন্ত মোট ২৬ বার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। যার মধ্যে ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে এবং ১২ বার রানার্স হয়েছে কাতালান ক্লাবটি। আজ জিতলে বার্সেলোনার শিরোপা হবে ১৫টি।

বিপরীতে এখন পর্যন্ত ১৯ বার টুর্নামেন্টটির ফাইনালে খেলে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। যার মধ্যে ১৩টি জয় ও ছয়টি হার রয়েছে রিয়াল মাদ্রিদের। আজ জিততে পারলেই বার্সেলোনার সমান ১৪টি স্প্যানিশ সুপার কাপের মালিক হবে রিয়াল।

এখন পর্যন্ত ফাইনালে স্প্যানিস ক্লাব দু’টি মুখোমুখি হয়েছে নয় বার। যার মধ্যে সাতবারই জিতেছে রিয়াল মাদ্রিদ এবং দুইবার বার্সেলোনা। এই প্রতিযোগিতার ফাইনালে দুই দল প্রথম মুখোমুখি হয় ১৯৮৮ সালে। যেখানে বার্সাকে ৪-১ (দুটি লেগ মিলিয়ে) গোলে হারায় রিয়াল মাদ্রিদ।
(স্পোর্টস ডেস্ক

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য