28.7 C
Rangpur City
Thursday, May 15, 2025
Google search engine
Homeরাজনীতিরাঙ্গাকে রাজপথে মোকাবিলার চ্যালেঞ্জ করেছেন: রসিক মেয়র

রাঙ্গাকে রাজপথে মোকাবিলার চ্যালেঞ্জ করেছেন: রসিক মেয়র

মো:সাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার-

দল থেকে সদ্য অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গাকে রাজপথে মোকাবিলার চ্যালেঞ্জ করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে স্বাগত বক্তব্যে এ আহ্বান জানান মেয়র।

গত সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের জয়ের বিষয়টি তুলে ধরে মেয়র বলেন, দলের একজন অব্যাহতি পাওয়া ব্যক্তি প্রচার করছেন যে, তিনি নাকি এক লাখ ভোটের ব্যবধানে আমাকে জয়ী করিয়েছেন। আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। কারও দয়ায় মোস্তফা মেয়র নির্বাচিত হয়নি।

‘কথা বলতে গেলে হাত ওঠে’ রাঙ্গার এমন মন্তব্যের উত্তরে মেয়র বলেন, রাঙ্গা সাহেব আমাদের হাতও কিন্তু নুলা না। আমাদের হাতেও শক্তি আছে। আমরাও জবাব দিতে জানি। যদি সাহস থাকে তাহলে রাজপথে এসে মোকাবিলা করেন।

জেলা ও বিভাগীয় প্রশাসনসহ নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, সাবধান হয়ে যান। রংপুরে নির্বাচন নিয়ে কোনো ধরনের কারচুপি করার যদি ইচ্ছে পোষণ করেন তাহলে দাঁতভাঙা জবাব দিতে রংপুর মহানগর জাতীয় পার্টি প্রস্তুত।

রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জিএম কাদের। এছাড়া মহাসচিব মুজিবুল হক চুননু, সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আহসান আদেলুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য