স্টাফ রিপোর্টার-
রংপুর সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটে ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচিত আরমান শাহাজাদা। রসিক রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ভোটে শাহাজাদা আরমান শাহাজাদা ঠেলাগাড়ি প্রতীকে ৪ হাজার ২০৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে ৩ হাজার ২৬৪ ভোট পান।
রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৭টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ ভোটে সর্বোচ্চ সংখ্যক পুলিশ ছাড়াও আনসার, র্যাব ও বিজিবির টিম মোতায়েন ছিল।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশনের ৩য় বারের নির্বাচন ২০২২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে শাহাজাদা আরমান শাহাজাদা ঠেলাগাড়ি প্রতীকে ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে সমান সংখ্যক ৩ হাজার ১৯৭ ভোট পান।
এছাড়া অন্য প্রতিদ্বন্দী প্রার্থী এম এ রাজ্জাক মন্ডল লাটিম প্রতীকে ১ হাজার ৮৯২ ভোট পান। তিনজন প্রার্থীর মধ্যে দুইজন সমান সংখ্যক ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করা হয়। পরে দুই প্রার্থী পুনরায় ভোট গ্রহণের আবেদন করলে আজ(১৫ জানুয়ারী) পুনরায় ভোট অনুষ্ঠিত হয়।
রসিক রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, শান্তিপুর্ণ পরিবেশে ও সময় মতোই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে শতকরা ৫৪ দশমিক ৮৮ শতাংশ ভোট কাস্ট হয়।