৩০ মে, ২০২১, রবিবার রংপুর বিশিষ্ঠ সমাজ সেবক, ভাষা সৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক পেয়ারা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, আনিসুল হক পেয়ারা ভাষা আন্দোলনের একজন সৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। রংপুরের সমাজ সেবামূলক কাজে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বাণিজ্যমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ভাষা সৈনিক আনিসুল হক পেয়ারা আজ বিকালে বার্ধক্য জনিত কারনে রংপুরে মৃত্যু বরন করেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজেউন।)