31.7 C
Rangpur City
Sunday, March 16, 2025
Google search engine
Homeআইন আদালতরংপুরের বদরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রংপুরের বদরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মো: সাকিব চৌধুরী

রংপুরের বদরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে ওসমান গণি (৩৮) নামে এক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

অভিযুক্ত ওসমান গণি বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বারবিঘা গ্রামের সহিদুল হকের ছেলে। তার বিরুদ্ধে ২০১৫ সালে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যার দায়ে মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলাধীন মোস্তফাপুর বারবিঘা গ্রামের সহিদুল হকের ছেলে ওসমান গণির সঙ্গে আমজাদ হোসেনের মেয়ে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর অভাব-অনটনের কারণে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যা করেন আসামি ওসমান গণি।

এ ঘটনায় নিহতের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলাদত ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় প্রদান করেন। আসামি ওসমান গণি পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী সুলতান আহমেদ শাহীন মামলাটি পরিচালনা করেন।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য