দেশের প্রথম খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী স্থাপন হতে যাচ্ছে ঠাকুরগাঁওয়ে। বুধবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এই প্রকল্প অনুমোদিত হয়।ঠাকুরগাঁও ছাড়াও উত্তরাঞ্চলে আরও চারটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী করার পরিকল্পনা রয়েছে সরকারের।বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বিসিক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসবের মধ্যে বেজা করবে তিনটি অঞ্চল। বাকি দুটি করবে বিসিক।
নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রামে তিনটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ অঞ্চল করার ব্যাপারে দুই বছর আগে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এ ছাড়া বগুড়ায় ৩০০ একর জায়গার ওপর প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী করতে চায় বিসিক। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ বলেন, উত্তরাঞ্চলে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলার উদ্যোগটি ভালো। তবে কৃষকের সঙ্গে বাজারের সরাসরি যোগাযোগ করে দিতে হবে।