স্টাফ রিপোর্টার-
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী সহ পরোয়ানাভুক্ত আটজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) গ্রেফতারকৃতদের রংপুর আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সাজাপ্রাপ্ত আসামী কাউনিয়া উপজেলার কাচু আলুটারী গ্রামের জহির রায়হান ও রংপুর সিটির বাহারকাছনা দাওয়াইটারী গ্রামের শ্রীমতি পারুল রানী এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত বাহারকাছনা গ্রামের খলিল মিয়া, আব্দুর রহিম, রংপুর সিটির কার্তিক হাজিরবাজার গ্রামের শামীম মিয়া, কাউনিয়া উপজেলার বানুপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়া, ধুমপড়া গ্রামের গিনি বেগম, একই গ্রামের আনারুল ইসলাম রানা।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উিউটি অফিসার এএসআই এলামুল জানান, দুইজন সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন মামলায় ছয়জন আসামীর বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে।
গতকাল বুধবার রাতে হারাগাছ থানার এসআই কমল মোহন্ত, এসআই উজ্জল সহ পুলিশের পৃথক আভিযানিক টিম কাউনিয়া উপজেলা ও রংপুর সিটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত আটজনকে আটক করে। আটককৃত আটজনকে বৃহস্পতিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে।