স্টাফ রিপোর্টার-
রংপুরে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর ।
র্যাব-১৩, রংপুর এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ ৫সেপ্টেম্বর,২০২২,সোমবার দুপুরে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান- ৫সেপ্টেম্বর সোমবার র্যাব-১৩, রংপুরএর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের কোতয়ালী (সদর) থানার মমিনপুর ইউনিয়নের মমিনপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী রুবেল মিয়া (২৮) কে গ্রেফতার করে। সে দক্ষিণ মমিনপুর (বানিয়া পাড়া) এলাকার আব্দুর রশিদ মিয়ার পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী মাদক কারবারের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। এব্যাপারে র্যাব বাদী হয়ে কোতয়ালী (সদর) থানায় একটি মাদক মামলা রুজু করে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়।