33.6 C
Rangpur City
Sunday, April 20, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে যুবলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক

রংপুরে যুবলীগ নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক

মো: সাকিব চৌধুরী-

রংপুর মহানগরীর ১৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তারুল ইসলাম বাবুর (৩৩) ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরীর মর্ডান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। এ সময় বক্তব্য দেন হামলার শিকার মোক্তারুল ইসলাম বাবুর বাবা হাফিজুর রহমান মোল্লা, ভাই মেহেদী হাসান রাব্বী, বাবু রায়, মাহামুদ হাসান নাঈম, ওহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, লিটন মিয়া প্রমুখ। বিক্ষোভে স্থানীয় এলাকাবাসী ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় পূর্বশত্রুতার জের ধরে গত ১০ আগস্ট মধ্যরাতে নগরীর মডার্ন মোড় এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বী হাসানসহ ১০-১২ জন যুবলীগ নেতা মোক্তারুল ইসলাম বাবুর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আশঙ্কাজনক অবস্থায় বাবুকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এ ঘটনায় আট দিন পার হলেও প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হয়নি। এ পরিস্থিতিতে মানুষের মনে ক্ষোভ বাড়ছে, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, হামলার ঘটনায় আহত মোক্তারুল ইসলাম বাবু’র বাবা হাফিজার রহমান বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য