31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে মাছের ঘাটতি বছরে প্রায় হাজার মেট্রিক টন

রংপুরে মাছের ঘাটতি বছরে প্রায় হাজার মেট্রিক টন

মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার-

রংপুর জেলায় বর্তমান জনসংখ্যা প্রায় ৩০ লাখের ও বেশি। জনসংখ্যার অনুপাতে জেলায় বছরে মাছের ঘাটতি হচ্ছে প্রায় এক হাজার ২৭ মেট্রিক টন। বর্তমানে বিভিন্ন মুক্ত জলাশয় এবং মাছের উৎস স্থলের প্লাবন ভিমুসহ খামারীদের মাধ্যমে পরিকল্পিত ভাবে জেলা মৎস্য বিভাগের কারিগরী সহায়তায় এবং মৎস্য খামারীদের নিজস্ব উদ্যোগে জেলায় বছরে মাছ উৎপন্ন হচ্ছে প্রায় ৬২ হাজার ৬৯ মেট্রিক টন। রংপুর জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান মানিক এ তথ্য নিশ্চিত করেন ।

রংপুর জেলার মৎস্য কর্মকর্তা সহকারী পরিচালক সানী খান মজলিশ ২০ আগস্ট২০২২,শনিবার প্রতিনিধিদের জানান, বিলুপ্ত প্রায় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের চাষ বাড়াতে মৎস্য অধিদপ্তর নানা কর্মসূচী হাতে নিয়েছে। এই কর্মসূচীর আওতায় উৎসাহী মৎস্য চাষীদের মাধ্যমে নলা, মলা,পাপদা, টেংরা, গুলশা, মাগুর, সিং, গলদা চিংড়িসহ দেশীয় প্রজাতির বিভিন মাছের চাষ করা হচ্ছে।

এ লক্ষ্যে মৎস্য চাষীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রর্দশনী, উপকরণ সরবরাহ, মতবিনিময় ও কারিগরী সহায়তাও প্রদান করা হচ্ছে। এছাড়া মাছের ঘাটতি মেটাতে পোনা মাছ মজুদ, বিল নার্সারী স্থাপন, প্রর্দশনী মৎস্য খামার স্থাপন, মৎস্য চাষী প্রশিক্ষণ, জলাশয় সংস্কার, সরকারী-বেসরকারী হ্যাচারী পরিচালনা, মাছ চাষে আধুনিক পিলেট খাদ্য ব্যবহার, ধান ক্ষেত ও বিভিন্ন মৎস্য উৎপাদনের উৎস স্থলে দ্রুত বর্দ্ধনশীল উন্নত জাতের মাছ চাষসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জলাশয়ে মৎস্য অভয়ারণ্য স্থাপনের মাধ্যমে মাছ চাষ বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

বর্তমানে রংপুর জেলায় ৮ হাজার ৪৫০ হেক্টর আয়তনের বিভিন্ন জলাশয়ে ৪২ হাজার ৩৩৯ টি সরকারী-বেসরকারী দিঘী, ২ হাজার ১৩ হেক্টর আয়তনের ২৫৯ টি সরকারী-বেসরকারী বিল, ৫৩ হেক্টর আয়তনের ৯৭টি বরোপিট, ৬টি ছোট-বড় নদী ও ২২ হাজার ২৫ হেক্টর আয়তনের প্লাবন ভ‚মি মাছের চারণ ভূমি হিসেবে রয়েছে। মাছের উৎপাদন বাড়াতে বর্তমানে জেলায় ২১টি হ্যাচারী ও ৮১২টি মৎস্য নার্সারী পরিচালিত হচ্ছে।

মৎস্য কর্মকর্তা আরো জানান, রংপুরের ৮ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন জলাশয়ে মৎস্য অভয়ারণ্য এবং উৎসধারাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার সু-প্রসিদ্ধ ও সুস্বাদু মাছের অন্যতম উৎস্ ধুমনদী ও নেপাতি ডাঙ্গা বিল, সদর উপজেলার রুহিয়া বাইশা বিল, মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের বেতগাড়া ও কোনাপাড়া মৎস্য অভয়ারন্য, চকচকার বিল, সেরুড্ঙ্গা বিল, শালমারা বিল, কাফ্রিখাল বিল ও তুলশী গঙ্গাবিল, পীরগঞ্জ উপজেলার বড়বিলা ও আত্রাই বিল, পীরগাছা উপজেলার হারুডাঙ্গা বিল, নান্দিনার বিল ও মাশান কুঁড়া বিল, গঙ্গাচড়া উপজেলার মহিপুর জলাশয়, চালনিয়া বিল ও খারুভাঁজ বিল, বদরগঞ্জ উপজেলার কালুপাড়া শংকরপুর বিল, নাগেরহাট মাদাই খামার মৎস্য অভয়ারণ্য অন্যতম।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য