মোঃ রিদওয়ান নুর রহমান, রংপুর মহানগর প্রতিনিধিঃ
আগামীকাল ১৭অক্টোবর,সারা দেশে ৬৩ টি জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ সকালে রংপুর জেলা পরিষদ-২০২২ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠান শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর ও রিটার্নিং অফিসার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জি এম সাহাতাব উদ্দিন,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর অঞ্চল,রংপুর, জনাব মো: ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর এবং জনাব মো:আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব মো: ফরহাদ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রংপুর ও সহকারী রিটার্নিং অফিসার।