নিজস্ব প্রতিনিধি:
২৭নভেম্বর,২০২১,শনিবার সকাল ১১টায় ভোক্তা অধিকার আইন -২০০৯ বাস্তবায়ন ও ব্যাপক প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, রংপুর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর কর্তৃক আয়োজিত রংপুর সার্কিট হাউসে এ.ডব্লিউ. এম.রায়হান শাহ্, (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,রংপুর) এর সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফসানা পারভীন,
সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর।
উক্ত সেমিনারে প্রধান অতিথি মো:আসিব আহসান,জেলা প্রশাসক,রংপুর। পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন মো:আব্দুর রহমান, সভাপতি,ক্যাব,রংপুর জেলা।
সেমিনারে উপস্থিত ছিলেন জনাব, উজ্জ্বল, (উপ-পুলিশ কমিশনার, অপরাধ তদন্ত, রংপুর মেট্রোপলিটন পুলিশ), ডা.হিরম্ব কুমার রায়(সিভিল সার্জন,রংপুর),মো:আফতাবহোসেন
(উপ-পরিচালক, হর্টিকালচার সেন্টার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর) মো:মাহবুবার রহমান( অতিরিক্ত উপ-পরিচালক ডি এ ই রংপুর), প্রতাপ কুমার( অফিস প্রধান টিসিবি রংপুর), মো:জাহিদুর রহমান (সহকারি পরিচালক বিএসটিআই রংপুর),মো:লুৎফর রহমান (পরিদর্শক বিএসটিআই রংপুর),মো:আকবর আলি (পরিচালক,রংপুর চেম্বার অব কমার্স), মো:আব্দুর রহিম(উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,রংপুর সদর রংপুর), মো:শাহনেওয়াজ মজুমদার রনি (ম্যানেজার, স্বপ্ন, রংপুর), মিনারা হাফিজা ফেরদৌস(সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,রংপুর সদর,রংপুর) এটিএম আখতারুজ্জামান (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা,রংপুর), মুক্তিযোদ্ধা আকবর হোসেন (সভাপতি,পোলট্রি শিল্পমালিক সমিতি, রংপুর), মো:মাসুদ হোসেন(উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর), মো:সিরাজুল ইসলাম (OB প্রতিনিধি,বাংলাদেশ বেতার,রংপুর) মো:
ফজলুল হক(প্রসেস সার্ভার,পিসি অফিসার),
মো:বোরহান উদ্দিন(সহকারী পরিচালক,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর), মো:আহসান উল হক তুহিন(সাধারণ সম্পাদক, ক্যাব,রংপুর জেলা), মো:আমিরুল ইসলাম রাজু(যুগ্ম সাধারণ সম্পাদক, ক্যাব,রংপুর জেলা),মো:সামিউল হোসেনরাজীব (সভাপতি,
রংপুর মেট্রোপলিটন ক্যাব,রংপুর), মো:সাজেদুল করিম(সাধারণ সম্পাদক,রংপুর মেট্রোপলিটন,
ক্যাব, রংপুর),সহ রংপুরের বিভিন্ন বাজারের দোকান মালিক সমিতি। পেট্রোল পাম্প আ্যসোসিয়েশনের প্রতিনিধিগণ এবং রংপুর মেট্রোপলিটন প্রেসক্লাব এর প্রতিনিধি সহ মিডিয়ার সাংবাদকর্মীবৃন্দ।