মো: সাকিব চৌধুরী
সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়ন এবং জোরদার করণের লক্ষ্যে রংপুরে দিনব্যাপী বিভাগীয় পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ মে) সকালে জিলা স্কুল মাঠ প্রাঙ্গণে এ মেলার শুভ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।
এর আগে বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ স্কুল কলেজের শিক্ষক ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন মেলায় অংশ গ্রহণ করে। মেলায় বিভাগের ৮ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান,সরকারি ও বেসরকারি দপ্তর এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মোট ১২৩টি স্টল পরিদর্শ করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।