স্টাফ রিপোর্টার-
০১সেপ্টেম্বর,২০২২,বৃহস্পতিবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সহস্রাধিক নেতাকর্মী প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বেরিকেড উল্টিয়ে বিএনপি নেতাকর্মীরা র্যালী করতে চাইলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের হট্টগোল হয়। এতে পুলিশ এবং মহানগর বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১০ জন আহত হন। পরে বিএনপি’র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিযবুল, মহানগর ছাত্রদলের সভাপতি জাকারিয়া ইসলাম জীমসহ অন্যান্য নেতাকর্মী।
সমাবেশে জ্বালানী তেলের দাম বৃদ্ধি, দুর্নীতি, পুলিশ রাষ্ট্র কায়েমের আওয়ামী লীগেরনির্যাতন-নিপীড়নের
প্রতিবাদ জানান বক্তারা। সেই সাথে জনগণকে সাথে আগামীতে বর্তমান সরকারকে উৎখাতের ঘোষণা দেন। এর আগে এইদিনে মৃত্যুবরণকারী মহানগর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অপরদিকে একুশে আগস্ট গ্রেনেড হামলার পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবীতে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তুষার কান্তি মন্ডল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচী পালনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।