নিজস্ব প্রতিনিধি –
০৪ নভেম্বর,২০২২,শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি,রংপুর এর আয়োজনে রংপুর সরকারি কলেজ,রংপুরে ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক পরিচালিত ৬২তম ব্যাচের ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের (সি-গ্রেড ফার্মাসিস্ট) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মো: আসিব আহসান,জেলা প্রশাসক,রংপুর।
আমন্ত্রিত অতিথি প্রফেসর মো:মোশারফ হোসেন,
অধ্যক্ষ,রংপুর সরকারি কলেজ রংপুর।
বিশেষ অতিথি-মো:তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক, জেলা কার্যালয়,ঔষধ প্রশাসন, রংপুর।
মো:আব্দুল কাদের,সভাপতি, বিসিডিএস,রংপুর শাখা ও সহ-সভাপতি, কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।
খোন্দকার মারুফ এলাহী,সিনিয়র সহ-সভাপতি, বিসিডিএস,রংপুর শাখা ও পরিচালক কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।