20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

রংপুরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

রণজিৎ দাস:

২৭ অক্টোবর, ২০২১ বুধবার , রংপুরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মহিলা ড্রিমার ক্রিকেট একাডেমীর উদ্যোগে ও মহিলা ক্রিকেটার আরিফা জাহান বিথীর উদ্যোগে গতকাল রংপুর ক্রিকেট গার্ডেনে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বেগম রকেয়া দল এবং রানার্সআপ সুফিয়া কামাল দল। টুর্নামেন্টে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী, বেগম রোকেয়া, প্রীতিলতা ওয়াদ্দেদার, নুরজাহান বেগম, জাহান আরা ইমাম ও সুফিয়া কামাল সহ মোট ৬টি দল অংশগ্রহণ করেন।
এসব দলের অধিনায়কত্ব করেন জাতীয় মহিলা ক্রিকেট দলের ৬ খেলোয়াড়। গতকাল দুপুরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ক্রিকেটার আরিফা জামান বিথী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন আজহারুল ইসলাম দুলাল।

বক্তারা বলেন, খেলাধুলা ও ক্রীড়া -সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিতে
হবে । খেলাধূলা সমাজকে এগিয়ে নিয়ে যায়। তাই, আরও বেশি বেশি খেলাধূলার আয়োজন করতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে সকলকে এগিয়ে আসতে হবে। এসময় বক্তারা মহীয়সী নারীদের নামে দলের নামকরণ করায় মহিলা ক্রিকেটার আরিফা জাহান বীথিকে সেলুট জানায়।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য