33.6 C
Rangpur City
Sunday, April 20, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে পল্লী চিকিৎসককে হত্যার দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড

রংপুরে পল্লী চিকিৎসককে হত্যার দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড

মো: ইউনুছ কবির

রংপুরে ডাকাতির সময় এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যার অপরাধে শামীম ওরফে বন্দে শামীম নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রায় পাঁচ বছর পর দেওয়া রায়ে মামলা থেকে আট আসামিকে খালাশ দেওয়া হয়েছে।

সোমবার,১ আগস্ট,২০২২ বিকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এই রায় প্রদান করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে-২০১৬ সালের ১৮ ডিসেম্বর রাতে মিঠাপুকুর উপজেলার হামিদপুরের পল্লী চিকিৎসক বাবলু মিয়া কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। ডাকাতির উদ্দেশ্যে শামীম তার পথ রোধ করেন। এক পর্যায়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় নিহতের ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তি-তর্ক শেষে আসামী বন্দে শামীমকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন পিপি নয়নুর রহমান টপি। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বায়েজীদ আহমেদ।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য