33.6 C
Rangpur City
Saturday, April 19, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে ধর্মঘট ও বিক্ষোভ পালিত

রংপুরে ধর্মঘট ও বিক্ষোভ পালিত

মো:সাজেদুল করিম-

বুধবার (১৬এপ্রিল)রংপুরে ব্যবসায়ীরা শপিংমল,
দোকান-পাট বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন করেছেন- ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে । সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত জরুরী-পচনশীল পণ্য হিসেবে কাঁচাবাজার এবং ওষুধের দোকান বাদে নগরীর সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখা হয়।

ধর্মঘটে অংশ নেন রংপুর নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও দোকান মালিক সমিতি রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

দুপুরে নগরীর সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনি শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই নগরীর ছোট-বড় বিপণিবিতান, শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে কর্মচারী ও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে সুপার মার্কেটের সামনে উপস্থিত হন এবং আধাবেলা ধর্মঘটে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেন তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, রংপুর চেম্বারের পরিচালক এমদাদ হোসেন, জুয়েলারি ব্যবসায়ী সমিতির সংগঠক আব্দুল আলীম বুলু, মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর
রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া সবাইকে নিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য