নিজস্ব সংবাদদাতা : ৩ জুন বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় রংপুর এ স্থানীয় বিভিন্ন পর্যায়ের এলপি গ্যাসের ডিপো, হোল্ডার ডিলার ও পাইকারি ব্যবসায়ীদের উপস্থিতিতে একটি জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্যাসের বর্তমান বাজার পরিস্থিতি, সরকার আরোপিত মূল্য এবং বাজার মূল্যের মধ্যে ব্যাপক ফারাক এ বিষয়ের পাশাপাশি ব্যবসায়ীদের এলপিজি গ্যাসের সিলিন্ডার সংরক্ষণ বিষয়ে আলোচনা হয়। উক্ত আলোচনায় যমুনা, বিএম, নাভানা, ওমেরা, বসুন্ধরা, পেট্রোম্যাক্স, ক্লিনহিট সহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা বক্তব্য রাখেন। জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপ পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ বোরহান উদ্দিন সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রংপুর। আরো উপস্থিত ছিলেন ক্যাব, রংপুরের সভাপতি জনাব মোঃ আবদুর রহমান এবং সেক্রেটারী জনাব মোঃ আহসানুল হক তুহিন। উল্লেখ্য যে এরকম জ্বালানি বিষয়ক একটি জরুরী সভা রংপুরে প্রথম অনুষ্ঠিত হলো।
রংপুরে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে ভোক্তা অধিদপ্তর ও ব্যবসায়ীদের বৈঠক
RELATED ARTICLES