মো: ইউনুছ কবির-
রংপুরে এক গহবধূকে গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৫ বছর পালিয়ে থাকা প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল।
মামলা সূত্রে জানা যায়, বিগত ২০০৭ সালের ২৬ মে, রংপুর জেলার তাজহাট টিবি হাসপাতাল এলাকার বাসিন্দা এক গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে নগরীর খামার এলাকার একটি গাছের নিচে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশ থেকে লােকজন এসে আসাদুল নামে ১ বখাটেকে ধরে ফেলে। এ সময় কৌশলে অন্য সহযোগীরা পালিয়ে যায়।
পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে আসামী আসাদুলকে গ্রেফতার করে পুলিশ। উক্ত ঘটনায় গণধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে তৎকালীন রংপুর জেলা কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন।
এরপর তদন্তকারী অফিসার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করিয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে প্রমাণ পায়। উক্ত মামলায় তদন্তকারী অফিসার ২০০৭ সালের ১০ সেপ্টেম্বর প্রধান আসামী মােঃ মমিনুল ইসলাম বাবুসহ আরাে দুই আসামী মােঃ আসাদুল ইসলাম এবং মােঃ রঞ্জু মিয়া’র বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
এদিকে দীর্ঘ ১৫ বছর ধরে মামলাটির বিচারকার্য চলাকালে ১২জন সাক্ষী বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেন। তথ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ বিচারক আসামী বাবু, আসাদুল এবং রঞ্জু মিয়া’কে দােষী সাব্যস্ত করে প্রত্যককে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করেন। উক্ত মামলার রায় ঘােষণার সময় আসামী আসাদুল ও রঞ্জু মিয়া বিজ্ঞ আদালতে উপস্থিত থাকলেও প্রধান আসামী বাবু পলাতক ছিল।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার রায় ঘােষণার পর থেকেই প্রধান আসামী মােঃ মমিনুল ইসলাম বাবু বিভিন্ন স্থানে আত্মগােপন করে। আসামী বাবুর নামে উক্ত ধর্ষণ মামলা ছাড়াও ডাকাতি, চুরি ও মাদক মামালাসহ পৃথক মােট ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুরের একটি চৌকস আভিযানিক দল উক্ত ঘটনার বিষয়ে গােয়েন্দা নজরদারী শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট গােপন তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন লালবাগ রেলগেট এলাকায় অভিযান চালায় র্যাব।
সফল এ অভিযানে ১৫ বছর পালিয়ে থাকা গৃহবধূ গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রংপুর মেট্রোপলিটন কােতয়ালী থানার অন্তর্ভুক্ত লালবাগ কে ডি সি রােড মহল্লার বসিন্দা আঃ সাত্তার এর ছেলে, এ মামলার প্রধান আসামী মােঃ মমিনুল ইসলাম বাবু কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।