রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী নুর আলম জয়ী হয়েছে। নৌকার প্রার্থী নুর আলম ৭হাজার ২শত ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আনারস মার্কা (স্বতন্ত্র) কাওসার হোসেন পেয়েছেন ৫হাজার ৫শত ৪৬ ভোট পেয়েছেন। এর আগে সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন।
নৌকার নির্বাচনী সমন্বয়কারী রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদ আবু তালহা বিপ্লব বলেন, ভোটাররা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার পক্ষে রায় দিয়েছে। আমরা নির্বাচনে আওয়ামীলীগের সকলকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম। এর ভালো ফল হিসেবে আজকে নৌকার জয়।
সূত্র RNS