মো:সাকিব চৌধুরী-
রংপুরে আগ্নেয়াস্ত্রসহ ১জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার হানিফুর রহমান সৈকতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কামালকাছনা মায়াময়ী সড়কের ১৩৬ নম্বর বাসায় অভিযান চালিয়ে মরহুম আব্দুল মোনেমের ছেলে হানিফুর রহমান সৈকতকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার সৈকতের কাছে থেকে ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড কার্তুজসহ ইউএসএ-র তৈরি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ওই বাসা থেকে ১টি ট্যাটা, ১টি এসএস পাইপ ও লোহার রড উদ্ধার করা হয়।
গ্রেফতার হানিফুর রহমান সৈকত মহানগরীর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
তার বিরুদ্ধে আরপিএমপি কোতয়ালি থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।