মোঃ সাকিব চৌধুরী
রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকার উদ্যোগে জমজমাট বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব অনুষ্ঠানের শুরুতেই রংপুরের সদ্য প্রয়াত চারজন গুণী মানুষ লেখক মতিউর রহমান বসনীয়া, সাবেক সংসদ সদস্য সাহনারা বেগম, কবি তাসমিন আফরোজ নিশি ও কবি নাহিদ হাবীব রিভার স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল আমিন মিসবাহ।
অঞ্জলিকা পত্রিকার সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ এর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. হারুন উর রশিদ। সম্মানিত অতিথি ছিলেন কবি হাই হাফিজ ও লুৎফর রহমান সাজু।
বর্ষা উৎসবে শুভেচ্ছা আলোচনা, স্বরচিত কবিতা, ছড়া পাঠ, আবৃত্তি ও গানে অংশ নেন এস এম আব্দুর রহিম, হাসনাইন রাব্বি, এমাদ উদ্দিন আহমেদ, শাহিদা মিলকি ,সওদা খানম মিনু, জাকির আহমদ,মজনুর রহমান, আসাদুজ্জামান মিলন, খালিদ সাইফুল্লাহ, শাকিল মাসুদ, সেলিনা সাত্তার সেলি, এ এম খলিল বাবু,ইসতিয়াক আহমেদ, রেজাউল করিম জীবন, এইচ বি লাভলী, বজলুর রশিদ, খন্দকার নাইবা হক, নাইমা নিমু, আয়ান প্রমুখ। আয়োজনটি উপস্থাপন করেন অঞ্জলিকা সাহিত্য পত্রের নির্বাহী সম্পাদক মাহবুবুল ইসলাম।