১নভেম্বর,২০২১,সোমবার,সন্ধ্যায় মাদক বিরোধী অভিযানে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের হাতে আটককৃত আসামী তাজুল ইসলাম নামে এক মাদকসেবীর মৃত্যু হয়। এই ঘটনার প্রেক্ষিতে উত্তেজিত জনতা থানা ঘেরাও করে চরমভাবে ভাংচুর করে।পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। ঘটনায় আহত হন ১০জন।
রংপুর হারাগাছ থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালানোর সময় আসামী তাজুল ইসলাম মাদক সেবীকে থানায় নিয়ে আসার সময় এক পর্যায়ে আসামী অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাৎক্ষণিক তাকে ছেড়ে দেয়। সেখানেই আসামীর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা থানা ঘেরাও করে ও পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহনের উপর ভাংচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন ও উত্তেজিত জনতাকে থামাতে না পারার কারণে পুলিশ এক পর্যায়ে টিয়ার শেল ছোঁড়ে। টিয়ার শেলের আঘাতে ৪ জন সাংবাদিক সহ কমপক্ষে ১০ জন আহত হন। বর্তমানে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং থমথমে পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য যে, মাদকাসক্ত তাজুলের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা দায়ের আছে।