১৫/০৪/২০২৫ মঙ্গলবার ১০ টা.৩০ মিনিটে দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী, বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা গ্রহন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব সফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস), জনাব মোঃ হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন), জনাব মোঃ আব্দুর রশিদ, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত উপ পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগন এবং অন্যান্য পদমর্যাদার পুলিশ অফিসার এবং সদস্যবৃন্দ ।
শুরুতেই পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে গত পুলিশ কল্যাণ সভার আবেদন গুলোর বিষয় কার্যকারী ব্যাবস্থা গ্রহন করা হয়েছে কি না তা নিশ্চিত করেন। তিনি বিভিন্ন অফিসার ও ফোর্সদের কাছে তাদের কি কি বিষয় সমস্যা আছে তা জানতে চান। অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শোনার পর সবগুলো সমাধান করার জন্য তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করেন।
বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত ধৈর্যের এবং পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য তিনি সকল অফিসার ও ফোর্সদের অনুপ্রাণিত করেন। টিম ওয়ার্ক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে মাসিক কল্যাণ সভার সমাপ্তি ঘোষনা করেন।