২২সেপ্টেম্বর,২০২১ বুধবার রংপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সেবা সপ্তাহের ষষ্ঠ দিনে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ। দুস্থ, অসহায় ও স্বল্প আয়ের মানুষের মাঝে স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে তাদের সাথে ভাগাভাগি করা হয় রংপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় বর্ষপূর্তির আনন্দ।
আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পসমূহে উপস্থিত ছিলেন থানা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক-নির্দেশনায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পসমূহ পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
(ছবি সংগৃহীত)