মো:সুলতান মারজান হৃদয়-
রংপুরের মিঠাপুকুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
০৮আগস্ট,২০২২,সোমবার সকালে বেগম রোকেয়া অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মিঠাপুকুর পাঁচ আসনের সংসদ সদস্য আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুরের সাধারণ সম্পাদক রেহেনা আশিকুর। মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার। ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত। মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন। সহকারী ভূমি কমিশনার রুহুল আমিন। মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিলোয়ারা আফরোজ পারভীন পল্লবী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল মিন্টু মিয়া সহ প্রমুখ।
এ সময়ে ৭ জন মহিলার মাঝে সাতটি সেলাই মেশিন ও সুবিধাবঞ্চিতদের মাঝে এক লক্ষ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।