স্টাফ রিপোর্টার-
রংপুর জেলার পীরগঞ্জে বজ্রপাতে ৫ জন ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় ১ জন গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, ১১ অক্টোবর মঙ্গলবার বেলা ৩টার দিকে
কাবিলপুর ইউনিয়নের চকশোলাগাড়ী গ্রামে অবস্থিত বকুলের ইটভাটায় কর্মরত অবস্থায় ৫ জন শ্রমিক বজ্রপাতে নিহত হন। নিহতরা হলেন, ধাপেরহাট তিলক পাড়া গ্রামের বাদশার পুত্র নাজমুল (১৮) ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের পুত্র সিয়াম (২০) আল আমিনের পুত্র শাহাদত(২৫) ও আয়তালের পুত্র রাশেদুল (২৪) ও চকশোলাগাড়ী গ্রামের জলিলের পুত্র জব্বার বলে জানা গেছে। গুরুতর আহত মেহেদুল পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের বলে জানা গেছে।
এঘটনায় নিহতদের পরিবার গুলোর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।