আহসান উল হক :
০১ আগস্ট, ২০২২ সোমবার বেলা দেড়টায় নগরীর কোতোয়ালি (আরপিএমপি) থানাধীন দখীগঞ্জ এলাকায় রংপুর ইন্জিনিয়ারিং কলেজ মোড় (তুত্ ফার্ম মোড়) এ দুটি প্রতিষ্ঠান এবং আর,সি,সি,আই কলেজ মোড় শালবন এলাকায় তিনটি প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য, মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন ধারায় জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়।
অভিযানে নেতৃত্ব দেন ঐ দপ্তরের উপ-পরিচালক জনাব মো: জাহাঙ্গীর আলম সাথে ছিলেন সহকারী পরিচালক জনাব মো: বোরহান উদ্দিন। অভিযানে মোট ১০,০০০ টাকা জরিমানা করেন তারা।
এদিকে একই দিন বিকেল প্রায় সাড়ে তিনটায় রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: মাহমুদ হাসান মৃধা হৃদয় নগরীর হারাগাছ (আরপিএমপি) থানাধীন বার্সা এলাকায় সানজিদা এবং পুষ্টি নামে দু’টি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা স্যানিটারী অফিসার জনাব মো: মাহবুবুর রহমান।
মোবাইল কোর্ট চলাকালীন প্রতিষ্ঠান দু’টিতে ট্রেড লাইসেন্স না থাকায়, প্রস্তুত কৃত খাদ্য পণ্যে উৎপাদন ও মেয়াদ না থাকা এবং ক্ষতিকর পদার্থের মিশ্রন দেয়ার অপরাধে মোট ২০,০০০ টাকা জরিমানা করেন জনাব মাহমুদ হাসান মৃধা।
উভয় অভিযান ও মোবাইল কোর্টে সহায়তা করে মেট্রো পলিটন পুলিশ ফোর্স ও ক্যাব রংপুর। জন স্বার্থে এই ধরনের আভিযান অব্যাহত থাকবে বলে তারা অভিযান শেষে ব্রিফিংয়ে জানান।