মো: সাকিব চৌধুরী
রংপুর কেন্দ্রীয় কারাগারে হায়দার আলী (২৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হায়দার আলী’র বাড়ি রংপুর নগরীর শাপলা চত্বর চামড়া পট্টি এলাকায় এবং সে নুর ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ। তিনি জানান, গত ২৬ আগস্ট বিচারাধীন একটি মাদক মামলায় কারাগারে পাঠানো হয় হায়দার আলীকে। কারাগারে আসার পর থেকে হায়দার আলী অসুস্থ ছিলেন। হাজতি হায়দার আলী বুধবার সকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স ২৩ বছর বলেও জানান রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, মৃত হায়দার আলী’র পোস্টমর্টেম এর জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেম হলে নিশ্চিত হওয়া যাবে, কি কারণে ওই হাজতির মৃত্যু হয়েছে।