রংপুর বিভাগের ০৯ জন কৃতি সন্তান, দক্ষ ও মেধাবী কর্মকর্তাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ০৭সেপ্টেম্বর,২০২১,মঙ্গলবার অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি প্রদান করেছেন। অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত সকলকে “সত্যের কণ্ঠ২৪” পরিবার এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি প্রাপ্তরা হলেন:
(জ্যেষ্ঠতার ক্রমানুসারে)
১। জনাব ইসরাত জাহান তাসলিম,যুগ্মপ্রধান পরিকল্পনা কমিশন,নিজ জেলা: গাইবান্ধা।
২। জনাব রবীন্দ্রনাথ বর্মন,যুগ্মসচিব, পানি সম্পদ মন্ত্রণালয়,নিজ জেলা: রংপুর।
৩। জনাব এস এম ফেরদৌস,যুগ্মসচিব,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,নিজ জেলা: রংপুর।
৪। জনাব মোঃ আজিজুল ইসলাম পরিচালক
(যুগ্মসচিব),মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ঢাকা।
নিজ জেলা: লালমনিরহাট।
৫। জনাব মোঃ মমতাজ উদ্দিন,এনডিসি পরিচালক
(যুগ্মসচিব),সরকারি আবাসন পরিদপ্তর
নিজ জেলা: দিনাজপুর।
৬। জনাব মোঃ আব্দুস সবুর মন্ডল,পিএএ
মহাপরিচালক (চলতি দায়িত্ব),মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ঢাকা ও সম্মানিত কার্যনির্বাহী সদস্য
রংপুর বিভাগ সমিতি,ঢাকা। নিজ জেলা: গাইবান্ধা।
৭। জনাব মোঃ জাকির হোসেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার(যুগ্মসচিব),বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর। নিজ জেলা:কুড়িগ্রাম।
৮। ড. মোঃ মইনুল হক আনছারী,সদস্য (যুগ্মসচিব), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ,ঢাকা ও সম্মানিত কার্যনির্বাহী সদস্য,রংপুর বিভাগ সমিতি,ঢাকা।
নিজ জেলা: দিনাজপুর।
৯। জনাব মোঃ শওকত আলী,যুগ্মসচিব,সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। নিজ জেলা: রংপুর।