নিজস্ব প্রতিনিধি:
বড় অসময়ে না ফেরার দেশে চলে গেলো- নবম শ্রেণির ছাত্র তাহসিব। রংপুর মহানগরের আলম নগর পীরপুর নিবাসী মরহুম আলহাজ্জ্ব আব্দুর রাজ্জাক ভূঁইয়া’র নাতি,কর্নেল ডাঃ তৌহিদ এর ১ম পুত্র ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌস এর ভাতিজা,ক্যান্টবোর্ড শহীদ সামাদ স্কুলেের ৯ম শ্রেণীর ছাত্র তাহসিব দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকার পরে আজ রবিবার ভোর ৪:৩০মিনিটে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করে(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের ১ম নামাযের জানাজা ২৪জুলাই,রবিবার,
২০২২ বাদ যোহর রংপুর সেনানিবাসে এবং ২য় নামাযের জানাজা বাদ আসর পীরপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পীরপুর কবরস্থানে দাফন কার্য সুসম্পন্ন হয়।
তাহসিব’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার পরিবার এর সদস্য,প্রতিবেশী, আত্মীয় -স্বজন ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত এবং প্রতিবেশী-এলাকাবাসী শোক সন্তপ্ত পরিবার এর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।