নিজস্ব প্রতিবেদকঃ
রংপুর এনবিএফআই ক্রিকেট ফেস্ট-২০২৪ এর ফাইনাল খেলা গতকাল ২০ জানুয়ারি শনিবার কারমাইকেল কলেজ এর জিএল মাঠে অনুষ্ঠিত হয়। রংপুরের ব্যাংকিং প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স, ডিবিএইচ, আইপিডিসি ও লঙ্কা বাংলা আয়োজিত ফাইনাল খেলায় প্রথমে রংপুর এনবিএফআই ওয়্যারিয়র ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৬ ওভারে ১২৫ রান করেন।
এদিকে ১২৫ রান তাড়া করতে নেমে রংপুর এনবিএফআই কিংস ১১৫ রান করেন। ফলে ১০ (দশ) রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় রংপুর এনবিএফআই ওয়্যারিয়র।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে ও গলায় মেডেল পরিয়ে দেন অনুষ্ঠানের অতিথি আইপিডিসি লিমিটেড রংপুর ব্রাঞ্চ ম্যানেজার শহিদুল ইসলাম, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড রংপুর ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান সরকার, লঙ্কাবাংলা দিনাজপুর ব্রাঞ্চ ম্যানেজার আহমেদ উল হক ও ন্যাশনাল হাউসিং ফাইন্যান্স রংপুর ব্রাঞ্চ ম্যানেজার জাহিদুল ইসলাম।